আঁকা বাঁকা পাহাড়ে চলার রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে মূলত আমরা পাহাড়ে ছুটে যাই। মুগ্ধ হয়ে হা হয়ে থাকি আমরা পুরো রাস্তা জুড়ে। কখনো নামে, আবার কখনো গাড়ি উঠে পড়ে কোন পাহাড়ের চূড়ায়। এই ভ্রমনে ক্লান্তি তেমন ভর করেনা, ক্লান্তি এসে ঠিক তখনি ভর করে যখন পথের শেষ হয়। সাধারণত পাহাড়ের চূড়ায় এসে পথের শেষ হয়। প্রয়োজনে […]