নিম্বাস
সাজেকের ফদাংতাং রিসোর্টে নিম্বাসে স্বাগতম
বৃষ্টি ও বজ্রপাতের মেঘের মায়াময়তার নামে নামকরণ করা হয়েছে নিম্বাস, যা সাজেকের রুইলুই পাড়ার পূর্ব পাশে মিজোরামের নয়নাভিরাম দৃশ্যপটকে আলিঙ্গন করে। তিনতলা কাঠের ফদাংতাং রিসোর্টের তৃতীয় তলার এই কাপল রুমটি প্রকৃতির সৌন্দর্য ও আধুনিকতার এক নিখুঁত মেলবন্ধন।
রুমের অভ্যন্তর:
একটি ৫x৭ ফিটের বিছানায় আরামে ঘুমাতে পারবেন আপনজনকে নিয়ে। আয়না ফ্রেমের দরজা ইচ্ছা হলে আপনি সম্পূর্ণভাবে খুলে ঘুমাতে পারবেন কিংবা খুলে রাখতে পারবেন আংসিকভাবে। তারপরও দরজা খুলে ১১x১০ ফিটের বারান্দায় বসে আড্ডা জমাতে পারেন আপনজনকে নিয়ে। মিজোরাম ভিউয়ের কারনে আমাদের রুমের ভিতরে প্রায় সময় মেঘেরা ঢুঁ মারে নিজের বাসা ভেবে। পূর্বমুখী হওয়াতে ভোরের প্রথম আলোতে আপনার ঘুম ভাঙবে।
বাকী তিন পাশে বাঁশের নকশা মনে করিয়ে দেবে পাহাড়ি জনজীবনের ঐতিহ্য। একটি ৫x৭ ফিটের আরামদায়ক ডাবল বেড আপনাকে দিবে শান্তির ঘুমের প্রতিশ্রুতি। রুমের আয়না ফ্রেমের দরজা খুলে দিলে বারান্দার সঙ্গে একাত্ম হয়ে যাবে পুরো ঘর। চাইলে দরজা সম্পূর্ণ বা আংশিক খুলে মিজোরামের মেঘ-চুম্বন উপভোগ করতে পারবেন।
বারান্দার মাধুর্য:
১১x১০ ফিটের প্রশস্ত বারান্দা যেন আড্ডা দেওয়ার জন্য এক আদর্শ স্থান। প্রিয়জনের সঙ্গে বসে এখানে পাহাড়ি বাতাসে গল্পে মেতে উঠতে পারবেন। বারান্দা থেকে দেখুন কুয়াশার চাদরে ঢেকে থাকা পাহাড়, যেখানে মেঘেরা প্রায়ই এসে গৃহকর্তার মতো অতিথি হয়ে ঘুরে বেড়ায়।
ওয়াশরুমের সুব্যবস্থা:
নিম্বাস রুমের ৫x৬ ফিটের ওয়াশরুমটি আধুনিকতার ছোঁয়ায় সজ্জিত। এখানে রয়েছে হাই কমোড, বেসিন এবং গরম পানির জন্য গিজারের সুবিধা।
ভোরের আলো:
পূর্বমুখী হওয়ায় নিম্বাস রুমের একটি বিশেষত্ব হল ভোরের প্রথম আলো। প্রকৃতির এই মিষ্টি আলোর স্পর্শে আপনার ঘুম ভাঙবে, যা আপনাকে এক অনন্য সকালের উপহার দিবে।নিম্বাস কেবল একটি রুম নয়, এটি একটি অভিজ্ঞতা। প্রকৃতির ছোঁয়া আর পাহাড়ি জীবনের সৌন্দর্যে মিশে যাওয়ার জন্য এটি এক নিখুঁত গন্তব্য।
এক নজরে নিম্বাস:
- আয়নার দরজা, পুরোটা খোলা কিংবা বন্ধ করার সুবিধা
- মিজোরাম ভিউ রুম
- ৫x৭ ফিটের বিছানা
- রুমের সাথে প্রসস্ত প্রাইভেট বারান্দা
- হাই কমেড যুক্ত আধুনিক বাথরুম
- গিজার
- ন্যাপথোলিন, ওডোনিল ও Exhaust ফ্যান যুক্ত ওয়াশরুম
- ব্যাকআপ লাইট
- কার্পেটে ঢাকা মেঝে
- ড্রেসিং টেবিল
- কাপড় স্ট্যান্ড
- চার্জিং পোর্ট
- মশারি, লেপ
- পানির বোতল
- ফেসিয়াল টিস্যু
- টয়লেট টিস্যু
- মিনি সাবান ও শ্যাম্পু
- ২৪ ঘণ্টা পর্যাপ্ত পানির ব্যবস্থা
- লোড শেডিং কিংবা জরুরী প্রয়োজনে জেনারটেরর মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা,
- রুমের সামনের লনে সোলার লাইটের ব্যবস্থা।
ছবি ও ভিডিও দেখার জন্য website gallery, Facebook gallery, Facebook Videos, YouTube লিংক ক্লিক করুন।
From: ৳ 4,000
ফদাংতাং রিসোর্টে আমাদের কাঠের কটেজগুলো আপনাকে একটি অনন্য ও আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং কটেজগুলোর সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে, দয়া করে নিম্নলিখিত নীতিমালা অনুসরণ করার অনুরোধ করছি:
- ব্যক্তিগত নিরাপত্তার জন্য নিজ দায়িত্বে মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করুন।
- রুমের চার্জিং পোর্টে ওয়াটার হিটার কিংবা কেতলি, রাইসকুকার ইত্যাদি ব্যবহার সম্পূর্ণরূমে নিষিদ্ধ। একান্ত বাধ্য হলে রিসোর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে নির্দিষ্ট স্থানে ব্যবহার করা যেতে পারে।
ধূমপান নিষিদ্ধ:
রুমের ভেতরে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। ধূমপানের জন্য নির্ধারিত স্থান ব্যবহার করুন।
খোলা আগুন ব্যবহার: কটেজের ভেতরে মশার কয়েল, মোমবাতি, আগুন বা যেকোনো খোলা আগুনের ব্যবহার থেকে বিরত থাকুন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা: কটেজ এবং এর চারপাশের পরিবেশ পরিষ্কার রাখুন। যেকোনো আবর্জনা নির্ধারিত স্থানে ফেলুন।
সম্পদের যত্ন:
কাঠের আসবাবপত্র, দেয়াল এবং অন্যান্য সম্পদের প্রতি যত্নশীল হোন। ইচ্ছাকৃত ক্ষতি করলে ক্ষতিপূরণ দিতে হতে পারে।
শান্তি বজায় রাখা:
যেহেতু কাঠের কটেজ, তাই অন্য অতিথিদের সম্মান করে রাত ১০টার পর শব্দ করা থেকে বিরত থাকুন।
প্রাকৃতিক সৌন্দর্যের সংরক্ষণ: গাছপালা ও পরিবেশ রক্ষার প্রতি যত্নশীল থাকুন।
এই নীতিমালা ভঙ্গ করলে আপনার বুকিং তাৎক্ষণিকভাবে বাতিল করা হতে পারে এবং কোনো ধরনের অর্থ ফেরত দেওয়া হবে না।
আপনার সহযোগিতা আমাদের কাঠের কটেজ গুলোর মাধুর্য ও নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করবে। ধন্যবাদ!
রিসোর্টের সম্পদের ক্ষতির নীতিমালা:
আমাদের কটেজ বা এর অন্তর্ভুক্ত সম্পদের আপনার মাধ্যমে কোনো ক্ষতি হলে তাৎক্ষণিকভাবে দায়ভার গ্রহণ করতে হবে।
ক্ষতিগ্রস্ত সম্পত্তির জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে আপনি বাধ্য।
আমাদের রিসোর্টে নিরাপদ ও মনোরম পরিবেশ বজায় রাখতে আপনার সহযোগিতা এবং সচেতনতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ
ফদাংতাং রিসোর্টে আপনার পরিবারকে নিজের গৃহের মতো আরামে থাকার দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করে। তাই আমরা চাই, পরিবারের ছোট সদস্যাকে নিয়ে আমাদের আঙিনায় আসুন।
আমাদের শিশু নীতিমালা নিম্নরূপ:
- ১০ বছর বা তার কম বয়সী শিশুরা তাদের বাবা-মার সঙ্গে একটি বেড শেয়ার করলে তাদের থাকার জন্য কোনো অতিরিক্ত খরচ নেই।
- এই বয়সের শিশুদের জন্য আলাদা বেড প্রদান করা হয় না। তবে প্রয়োজন অনুসারে বালিশ দেয়া যাবে।
- ১০ বছরের বেশি বয়সী শিশুদের জন্য প্রতি রাতে ৫০০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য। আরামের জন্য একটি অতিরিক্ত বেড, লেপ ও বালিশ নিয়ে ফ্লোরে আলাদা বিছানা করা যাবে।
আপনার বোঝাপড়া ও সহযোগিতার জন্য ধন্যবাদ। আমরা সপরিবারে আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছি!
আমাদের রিসোর্টে আপনার আগমন নিশ্চিত করতে, নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতি রুমের জন্য টোকেন মানি হিসেবে অগ্রিম ১০০০ টাকা পরিশোধ করা আবশ্যক।
এই অগ্রিম পরিশোধ আপনার বুকিং নিশ্চিত করবে এবং আমাদের রিসোর্টে আপনাকে সাদর আমন্ত্রণ জানানোর ব্যবস্থা নিশ্চিত করবে।
আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আমরা আপনার স্বাগত জানানোর অপেক্ষায় আছি!
কিভাবে ১০০০ টাকা পরিশোধ করবে
- আপনার বুকিং নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই আপনাকে পেমেন্ট লিংকের মাধ্যমে ১০০০ টাকা ব্যাংক বা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে।
- পেমেন্ট সম্পন্ন হলে, আপনার প্রদত্ত ইমেইলে একটি নিশ্চিতকরণ ইমেইলের মাধ্যমে বিল পাঠানো হবে।
- যদি কোনো কারণে ইমেইল না পান, অনুগ্রহ করে দ্রুত আমাদের প্রতিনিধি ০১৮১৭৭২২৫৭২ (WhatsApp) এর সাথে যোগাযোগ করুন।
মনে রাখবেন:
পেমেন্ট সম্পন্ন না করা বা আমাদের থেকে নিশ্চিতকরণ ইমেইল না পাওয়া পর্যন্ত আপনার বুকিং নিশ্চিত বলে বিবেচিত হবে না।
জেনে রাখা ভালো:
টোকেন মানি সম্পূর্ণ অফেরতযোগ্য। তাই পেমেন্ট করার আগে আপনার বুকিং তারিখ সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে পেমেন্ট করার জন্য অনুরোধ করছি।
কিভাবে টাকা জমা দিবেন?
বিকাশ (মার্চেন্ট):
- বিকাশ অ্যাপের মেন্যুতে গিয়ে পেমেন্ট (Payment) সিলেক্ট করতে হবে।
- তারপর আমাদের বিকাশ নম্বর ০১৯২৪০৭৮৮৩৯ অথবা QR কোড স্ক্যান করে পেমেন্ট করতে হবে।
০১৯২৪০৭৮৮৩৯ ছাড়া অন্য কোনো নাম্বারে পেমেন্ট রিসিভ করা হয় না।
ব্যাংকে:
- ব্যাংক নাম: শাহজালাল ইসলামী ব্যাংক
- একাউন্ট নাম: সফর ট্যুরিজম
- একাউন্ট নম্বর: ৪০০৩১১১০০০১৪২৫৩
- শাখা: ধানমন্ডি
- রাউটিং নম্বর: ১৯০২৬১১৮৮
অবশিষ্ট টাকা পরিশোধ:
- ১০০০ টাকা টোকেন মানি জমা দিলে আপনার বুকিং কনফার্ম হবে।
- রুম বুকিংয়ের অবশিষ্ট টাকা আপনাকে চেক-ইন করার ২৪ ঘণ্টা আগে সম্পূর্ণ পরিশোধ করতে হবে।
- যদি ২৪ ঘণ্টা আগে অবশিষ্ট টাকা পরিশোধ না করেন, তবে আপনার বুকিং ক্যান্সেল হিসেবে ধরা হবে এবং আপনার দেয়া অগ্রিম টোকেন মানি (১০০০ টাকা) ফেরত প্রদান করা হবে না।
পেমেন্ট সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন: ০১৮১৭৭২২৫৭২ (WhatsApp)।
আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ!
ফদাংতাং রিসোর্টের প্রতিটি রুম স্বতন্ত্র কিংবা আলাদা, তাই বুকিংয়ের আগে বিস্তারিত তথ্য ভালোভাবে পড়ে কিংবা ভিডিও/ছবি দেখে যাচাই করুন।
- একবার বুকিং সম্পন্ন হলে আগমনের পর রুম পরিবর্তন করা যাবে না।
- তবে চেক-ইন করার সময় যদি অন্য রুম খালি থাকে, নির্দিষ্ট চার্জ দিয়ে আপনি রুম পরিবর্তনের সুযোগ পেতে পারেন।
তারিখ পরিবর্তন সংক্রান্ত নীতিমালা:
যদি আপনি সম্পূর্ণ টাকা পেমেন্ট করে থাকেন, তাহলে মূল বুকিং তারিখের তিন মাসের মধ্যে একবার তারিখ পরিবর্তনের সুযোগ পাবেন।
- তারিখ পরিবর্তনের জন্য চেক-ইন তারিখের কমপক্ষে ৫ দিন আগে আমাদের জানাতে হবে।
- তারিখ পরিবর্তনের কিংবা কোন সমস্যা হলে সরাসরি, আমাদের সাথে যোগাযোগ করুন: ০১৮১৭৭২২৫৭২
চেক-ইনের ৪ দিন আগে বা তার আগে রুমের বুকিং বাতিল করলে:
আপনি রিফান্ড কিংবা ফেরত পাবেন, তবে এক্ষেত্রে চার্জ হিসেবে কেটে নেওয়া হবে:
- অফেরতযোগ্য ১০১৩ টাকা অগ্রিম পরিশোধ।
- যেকোনো পেমেন্ট ফি (যেমন, বিকাশ বা ব্যাংক ফি)।
চেক-ইনের ৪ দিনের মধ্যে রুমের বুকিং বাতিল করলে:
- আপনাকে কোনো রিফান্ড প্রদান করা হবে না, শুধু তখনই রিফান্ড দেওয়া হবে, যদি আমরা উক্ত তারিখে রুমটি পুনরায় বুকক কিংবা ভাড়া দিতে পারি, সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ টাকা রিটার্ন কিংবা ফেরত দেয়া হবে।
বিশেষ বুকিংয়ের জন্য কোনো রিফান্ড নেই:
- শুক্রবার, সরকারি ছুটি বা ডিসকাউন্টেড প্যাকেজের জন্য করা পেমেন্টগুলো অফেরতযোগ্য।
আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত! যেকোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন: ০১৮১৭৭২২৫৭২।
রুমের বৈশিষ্ট্যসমূহ
আমাদের রুমগুলোতে রয়েছে এসব চমৎকার বৈশিষ্ট্য:
মিজোরাম ভিউ
ক্লাউড ভিউ
কিং সাইজ বেড
১০ ফুট প্রাইভেট বারান্দা
জেনারেটর ব্যাকআপ
সন্ধ্যা ৬টা - রাত ১১টা