ফদাং তাং রিসোর্ট সাজেকের অন্যতম প্রাচীন রিসোর্ট। সাজেকের মূল পর্যটন এলাকা রুইলুই পাড়ায় মূল সড়কের পূর্ব পার্শ্বে নিরিবিলি পরিবেশে গড়ে তোলা ৩ তলা রিসোর্টে ২য় তলায় তিনটি (কৌমুদি, খুম, নখা) ও ৩য় তলায় চারটি (অদ্রি, আভা, নিম্বাস, আইচুক) করে মোট ৭টি কক্ষ রয়েছে। ২য় তলায় ১টি কাপল ও ২টি ডাবল বেডেড রুম আর ৩য় তলায় ৪টি কাপল রুম রয়েছে। সবগুলো রুমের সাথে হাই কমোড যুক্ত এটাচ বাথরুম।
৩য় তলার প্রতিটি রুমের সাথে আপনজনকে নিয়ে আড্ডা জমাতে পূর্বমুখী মিজোরাম ভিউ ব্যক্তিগত বারান্দা। ২য় তলার বড় পরিবার বা দলবলে আসলে, সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য পূর্বমুখী মিজোরাম ভিউ কমন বারান্দা। রির্সোটটি পূর্ব পাশে তৈরি হওয়াতে ভোরের প্রথম রবির কিরণ এসে ধরা দেয় আমাদের প্রতিটি রুমে।
পাহাড়ের পাদদেশে হওয়াতে মিজোরামের বড় বড় পাহাড়ে সৃষ্ট মেঘ গুলো সরাসরি এসে জমা হয় আমাদের রির্সোটের আঙিনায়। রুম থেকে শুধু পাহাড়ের সারি, মেঘ ও মেঘের আড়াল থেকে সূর্যের হাসি দেখার জন্য খুব ভোরে উঠে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। রুমে শুয়ে শুয়ে উপভোগ করতে পারেন প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ। আপনার পছন্দের রুমটি এখনই নিশ্চিত করুন।